ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মূল পর্বে খেলা নিশ্চিত মণিপুরের। সঙ্গে অবশ্যই হরিয়ানাও রয়েছে। পরপর চার ম্যাচে জয় অব্যাহত রেখে মনিপুর ২৮ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল তথা রাজমাতা জিজাভাঈ ট্রফি ফুটবলে মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেছে। মনিপুর বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী হয়েছে। একই গ্রুপে এক ধাপ পিছিয়ে থাকলেও হরিয়ানা ৩-০ গোলে বৃহস্পতিবার মহারাষ্ট্রকে হারানোর মধ্য দিয়ে একদিকে যেমন জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। অপরদিকে মূল পর্বে খেলার প্রত্যাশা অনেকটা জিইয়ে রেখেছে। গ্রুপের অপর খেলায় সিকিম ৫-৪ গোলে ঝাড়খন্ডকে হারিয়ে চতুর্থ ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে। মূল পর্বে খেলা অধরা হলেও সিকিমের পক্ষে এটি সান্তনার জয়। বুধবারে এ গ্রুপের খেলায় ওয়েস্টবেঙ্গল ৩-১ গোলে রেলওয়েজ কে, তামিলনাড়ু ২-০ গোলে চন্ডিগড় কে এবং দিল্লি ৩-২ গোলে পাঞ্জাবকে পরাজিত করেছে। কোন দলগুলো মূল পর্বে খেলবে তা এখনও নিশ্চিত নয়, তবে ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, রেলওয়েজ এবং দিল্লী এগিয়ে রয়েছে বলা চলে।
2024-05-09