গুয়াহাটি, ৯ মে (হি.স.) : উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় উত্তীৰ্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
আজ বুধবার সকাল নয়টায় অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) কর্তৃক ফলাফল ঘোষণার পর তাঁর অফিশিয়াল মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী ড. শর্মা শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।
তিনি তাঁর মাইক্রোব্লগিং সাইটে লিখেছেন ‘আমার সমস্ত তরুণ বন্ধু, যাঁরা এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাঁদের আন্তরিক অভিনন্দন। আগামী বছরগুলিতে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাও৷ যাঁরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারনি তাঁদের বলছি, হতাশ হবে না৷ দৃঢ় সংকল্প গ্ৰহণ করো, চ্যালেঞ্জ নাও, সফল হবেই।’

