রায়বরেলি, ৯ মে (হি.স.): বড়সড় দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর মতে, “আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি বিজেপির সঙ্গে কাজ করছেন।” বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের রায়বরেলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেছেন, “আমি বারবার বলছি। আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি বিজেপির সঙ্গে কাজ করছেন। তেলেঙ্গানা নির্বাচনে এটা খুব স্পষ্ট হয়ে গিয়েছে।”
রাহুল গান্ধীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আম্বানি-আদানি’ মন্তব্য সম্পর্কে প্রিয়াঙ্কা বলেছেন, “মনে হচ্ছে প্রধানমন্ত্রী মোদীও তাঁদের নাম নিতে বাধ্য হয়েছেন। তিনি বলছেন, রাহুল গান্ধী তাঁদের নাম নেওয়া বন্ধ করেছেন, এখন তিনিই তাঁদের সম্পর্কে প্রতিদিন কথা বলছেন।”
প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি নির্বাচনী প্রচারে বলেছেন, ৪০০টি আসনের প্রয়োজন যাতে কংগ্রেস অযোধ্যায় রাম মন্দিরে বাবরি তালা লাগাতে না পারে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, “এটি নির্লজ্জ মিথ্যা কথা। কংগ্রেস বারবার বলেছে সবাই (সুপ্রিম কোর্টের) সিদ্ধান্তকে সম্মান করবে এবং আমরা সেটাই করেছি।”