হার্ভে-৩২৬/৯
বি সি সি-৬৬
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অল্টমাস, আরমান হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি অর্কজিৎ রায়ের অলরাউন্ড পারফরমেন্স। সব মিলে ২৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে হার্ভে। টানা দ্বিতীয় জয়। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলো হার্ভে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। টি আই টি মাঠের ২২ গজে রীতিমতো দাপট দেখিয়েই টানা ২ ম্যাচে জয় ছিনিয়ে নেন বিশ্বজিৎ পালের ছেলেরা। বৃহস্পতিবার হার্ভে জয়লাভ করে বিশাল ২৬০ রানে। প্রথমে ব্যাট করতে নেমে হার্ভের গড়া ৩২৬ রানের জবাবে বি সি সি মাত্র ৬৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অল্টমাস শতরান এবং আরমান হোসেন অর্ধশতরান করেন। টানা ২ ম্যাচে জয়লাভ করে কসমোপলিটন এবং পোলস্টারের সঙ্গে লিগ টেবিলের শীর্ষে হার্ভে। এদিন সকালে টসে জয়লাভ করে শুরু থেকেই বিপক্ষের বোলারদের উপর চরাও হয় হার্ভের ব্যাটসম্যান-রা। ওই আক্রমণ শুরুতে আরমান হোসেন নেতৃত্ব দেওয়ার পর আল্টমাস এবং অর্কজিৎ রায় শেষটা করেন। ওই ত্রয়ীর দাপটেই বি সি সি-র বোলাররা দিশেহারা হয়ে পড়েন। এবং দল নির্ধারিত ৫০ ওভারে হার্ভে ৯ উইকেট হারিয়ে বিশাল ৩২৬ রান করে। দলের পক্ষে অল্টমাস ৮৫ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৭, আরমান হোসেন ৫২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩,অর্কজিৎ রায় ৩৩ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ (অপ:), প্রখের ভর্মা ৩৯ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং সাহিল সুলতান ৪৭ বল খেলে ৩ টি বাউনডারির সাহায্যে ২৯ রান করেন। এছাড়া দল অদতিরিক্ত খাতে পায় ২৬ রান। বি সি সি-র পক্ষে প্রলয় দাস ৪৬ রানে ৪ টি এবং সম্রাট বিশ্বাস ৩৮ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে হার্ভের গড়া পাহাড় সমান রানের নিচে চাপা পড়ে যায় বি সি সি। দল মাত্র ৬৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রলয় দাস ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং প্রীয়ান্স মিত্র ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি। হার্ভের পক্ষে অর্কজিৎ রায় ১১ রানে ৩ টি, সাহিল সুলতান ৫ রানে এবং স্বরব সাহানি ১২ রানে ২ টি উইকেট দখল করেন। অর্কজিৎ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব, দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে।