হুগলি, ৮ মে, (হি.স.): বুধবার রবীন্দ্র জন্মোৎসবের দিন হুগলির নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে বিশ্বকবির সৃষ্টির ভাবনায় নিমজ্জিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে দিয়ে সভা শুরু করেছিলেন। সেই গানেই সভা শেষ করেন তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় ঘুরে ফিরে এল রবি ঠাকুরের গান-কবিতা। কখনও বললেন, তুমি কি কেবলই ছবি। কখনও বললেন, ‘‘জীর্ণ পুরাতন, যাক ভেসে যাক, … ভাঙো বাঁধ ভেঙে দাও’’, তার পর কথা বদলে নিয়ে বললেন, ‘‘বিজেপিকে ভাঙো আর ভাঙনের নয়, জীবনের জয়গান গাও।’’
মুখ্যমন্ত্রী জানান, প্রচার সভার পর তিনি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় ফিরবেন। বললেন, ‘‘একমাস আট দিন পরে আজ বাড়ি ফিরব।’’