BRAKING NEWS

ভোট সত্য, স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হওয়া উচিত, বারামতিতে ভোট দিয়ে বললেন সুপ্রিয়া সুলে

বারামতি, ৭ মে (হি.স.) : ভোট সত্য, স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হওয়া উচিত। মঙ্গলবার মহারাষ্ট্রের বারামতিতে ভোট দেওয়ার পর বললেন এনসিপি (এসসিপি) প্রার্থী সুপ্রিয়া সুলে। মঙ্গলবার সকালে বারামতির একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন সুপ্রিয়া সুলে, তিনি এই আসনের প্রার্থীও। সুপ্রিয়ার বিরুদ্ধে এই আসনের প্রার্থী হলেন এনসিপি-র সুনেত্রা পওয়ার। সুনেত্রা হলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী। এদিন বারামতির ওই কেন্দ্রে ভোট দেন এনসিপি-এসসিপি প্রার্থী শরদ পওয়ারও।

সুপ্রিয়া সুলে এদিন বলেছেন, “আমি ভোটারদের কাছে অত্যন্ত বিনীতভাবে আবেদন করব, যেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া মসৃণ হয়, ক্ষমতার অপব্যবহার অথবা পেশী কিংবা অর্থের কোনও অপব্যবহার না হয়। নির্বাচন অবশ্যই সুষ্ঠু, ন্যায্য এবং শান্তিপূর্ণ হতে হবে।” সুপ্রিয়া সুলে আরও বলেছেন, “একটি শক্তিশালী গণতন্ত্রে, সংবিধানকে কেন্দ্রীভূত রাখতে হবে এবং তৃতীয় দফার ভোট হচ্ছে, তা শান্তিপূর্ণভাবে করা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *