নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ৭ মে:
ফের বাইক চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে উত্তর জেলায়। যদিও প্রশাসনের হস্তক্ষেপে বাইকটি চুরি হওয়ার কিছু সময়ের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায়, শনিছড়ার চানপুরের বাসিন্দা ফখরুদ্দিন। ফখরুদ্দিনের ছেলে তার বাইকটি নিয়ে পদ্মবিলের জনৈক ব্যক্তির কাছে টাকা খুঁজতে যায়। সেখান থেকে ঘুরে পানিসাগর এসে দোকানের সামনে রেখে এক ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছিল। সে সুযোগেই বাইকটি নিয়ে পালিয়ে যায় চোর। বাইকটি আনুমানিক রাত আটটা নাগাদ চুরি হয়। যথারীতি চুরি যাওয়া বাইকের নম্বর সহ থানায় একটি মিসিং ডায়েরি করা হয়।
সেই মোতাবেক বাইকটিকে উদ্ধার করার জন্য পানিসাগর থানার ওসি দেবজিত চ্যাটার্জী খোঁজখবর নিতে থাকেন। অবশেষে খবর পান যে বাইকটি পাথারকান্দি আসামের একটি গ্রামে রয়েছে। ওসির কথা অনুযায়ী বাইক খোঁজার জন্য বাইকের মালিক এবং আরো কিছু মানুষজন গিয়ে বাইকটিকে ত্রিপুরা পুলিশের সাহায্যে এবং আসাম পুলিশের সৌজন্যে উদ্ধার করে নিয়ে আসে। প্রশাসনের সাহায্যে আপ্লুত বাইক মালিক।