BRAKING NEWS

কংগ্রেস ও ইন্ডি জোট দেশবাসীর আস্থা ও জাতীয় স্বার্থের কথা চিন্তা করে না : প্রধানমন্ত্রী

খারগোনে, ৭ মে (হি.স.): কংগ্রেস ও ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, কংগ্রেস ও ইন্ডি জোট দেশবাসীর আস্থা ও জাতীয় স্বার্থের কথা চিন্তা করে না। মঙ্গলবার মধ্যপ্রদেশের খারগোনের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেসের মধ্যে দেশবিরোধী কথা বলার প্রতিযোগিতা চলছে।” প্রধানমন্ত্রীর কথায়, “ভোটের প্রতিটি দফার পর পাকিস্তানের প্রতি কংগ্রেসের ভালোবাসা চরমে পৌঁছেছে। একজন প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের সেনাবাহিনী সন্ত্রাসী হামলা চালায়, পাকিস্তান নির্দোষ। আরেক বড় কংগ্রেস নেতার নির্লজ্জতা দেখুন, যিনি বলেছেন মুম্বই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের কোনও হাত নেই। আরেক কংগ্রেস মিত্র নেতা ভারতকে হুমকি দিয়েছে, বলেছে পাকিস্তান চুড়ি পরে না।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি কংগ্রেসের শেহ্জাদাকে প্রশ্ন করছি, আপনাদের সহকর্মীরা যারা এই ধরনের কথা বলছেন তাদের উদ্দেশ্য কী? পাকিস্তানের প্রতি এত ভালোবাসা আর সেনাবাহিনীর প্রতি এত ঘৃণা কেন?” জনসভায় উপস্থিত মানুষের কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানান, কংগ্রেসের থেকে সাবধান থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *