BRAKING NEWS

গণতন্ত্রের উৎসবে সামিল ইয়েদুরাপ্পা, বললেন কর্ণাটকের ২৫ টি আসনেই জিতবে বিজেপি

শিবমোগা, ৭ মে (হি.স.): নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু পরে, শিবমোগার একটি ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ইয়েদুরাপ্পা। ভোট দিয়েছেন তাঁর ছেলে রাঘবেন্দ্রও।

এদিন ভোট দেওয়ার প্রাক্কালে ইয়েদুরাপ্পা বলেছেন, “আমরা ন্যূনতম ২৫টি লোকসভা আসন জিততে চলেছি। বাতাবরণ খুবই ভালো… রাঘবেন্দ্র ২.৫ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই।” ইয়েদুরাপ্পার ছেলে এবং বর্তমান সাংসদ রাঘবেন্দ্র শিবমোগা আসন থেকে দলের প্রার্থী। এই আসন্ন কংগ্রেস প্রার্থী করেছে গীতা শিবরাজকুমার এবং বিজেপির কে.এস. ঈশ্বরাপ্পা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাঘবেন্দ্র এদিন বলেছেন, “দেশের স্বার্থে মোদীজিকে আবারও প্রধানমন্ত্রী হওয়া উচিত। ভোটারদের মধ্যেও সেই উৎসাহ। আমি আত্মবিশ্বাসী যে কর্ণাটকে কংগ্রেস সরকার থাকা সত্ত্বেও মানুষ বিজেপিকে সমর্থন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *