পাটনা, ৭ মে (হি.স.): মুসলমানদের পক্ষে সংরক্ষণে জোর দেওয়ার কথা বলে বিতর্ক উস্কে দিলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালুপ্রসাদ যাদব বলেছেন, “মুসলমানদের সম্পূর্ণ সংরক্ষণ করা উচিত।” আরজেডি প্রধান এদিন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধেও তোপ দেগেছেন।
লালু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “ভোট আমাদের পক্ষেই রয়েছে, তাঁরা বলছে ‘জঙ্গলরাজ’ হবে, কারণ তাঁরা ভয় পাচ্ছে, তাঁরা উসকানি দিতে চাইছে।” লালু প্রসাদ যাদব আরও বলেছেন, তাঁরা সংবিধান ও গণতন্ত্র শেষ করতে চায়।”