মৌচাক-১৩৫
কসমোপলিটন-১৩৮/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অখুন্ন। মোটকথা, জয় অব্যাহত রাখলো তারকাখচিত কসমোপলিটন ক্লাব। টানা ২ ম্যাচে জয় পেয়ে আপাতত লীগ টেবিলের শীর্ষে বিক্রম দেবনাথ-রা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। মঙ্গলবার পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে কসমোপলিটন ৭ উইকেটে পরাজিত করে মৌচাক ক্লাবকে। মৌচাকের গড়া ১৩৫ রানের জবাবে কসমোপলিটন ১১৬ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের শুভ্রজিৎ দাস ৬৫ রানে অপরাজিত থেকে যান। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে খেতাবের অন্যতম দাবিদার কসমোপলিটন ক্লাবের বোলারদের পেস ও স্পিন আক্রমণের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে যায় মৌচাক ক্লাব। ওপেনিং জুটিতে রাহুল সূত্রধর এবং রাহুল সরকার ৫৮ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছিলেন। ওই দুজন আউট হতেই ‘তাসের ঘরের ’ মতো ভেঙ্গে যায় মৌচাকের ইনিংস। শেষ পর্যন্ত মৌচাক ১৩৫ রান করতে সক্ষম হয় ৪১.২ ওভারে। দলের পক্ষে মহ: আলম ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, রাহুল সূত্রধর ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, রাহুল সরকার ৬৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং প্রতিকুল সেন ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। কসমোপলিটনের পক্ষে চন্দন রায় ১৯ রানে ৩ টি, আয়ুষ চৌহান ১৯ রানে, ধনবীর সিং ২৪ রানে এবং শুভম ৩৩ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুউতেই ধনবীর সিংকে (৪) হারানোর পর ওপেনার শুভ্রজিত দাসের সঙ্গে রুখে দাড়ান উইকেট রক্ষক বাবুল দে। ওই জুটি কড়া প্রতিরোঘ গড়ে তুলেন। শেষ পর্যনত ৩০.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কসমোপলিটন। দলের পক্ষে শুভ্রজিৎ ৯৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ রানে এবং শুভম সূত্রধর ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে বাবুল দে ৩৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং সম্রাট সিনহা ৩৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। মৌচাকের পক্ষে রীতেশ দাস ৬ রানে, প্রতিকুল সেন ৩০ রানে এবং রাহুল সূত্রধর ৩৩ রানে ১ টি করে উইকেট দখল করেন। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে চন্দন রায় প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।