নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে: একাধিক দাবিতে রাজধানীর রাম ঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। পানীয় জল, শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কলেজের পরিচয় পত্র প্রদান করা সহ একাধিক দাবিতে এদিন সরব হয়েছেন ছাত্র-ছাত্রীরা।
সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রাম ঠাকুর কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজের সম্মুখে রাস্তায় বসে বৃক্ষ প্রদর্শন করতে থাকেন। তারা আরো জানান কলেজে ভর্তি হওয়ার সময় তারা পরিচয় পত্র এবং বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়ে অর্থ প্রদান করেছেন কলেজ কর্তৃপক্ষকে।
কিন্তু তারপরেও তাদের সেই পরিচয় পত্র প্রদান করা হয়নি। বর্তমানে পুনরায় তাদের কাছ থেকে কলেজের পরিচয় পত্র প্রদান এবং কলেজের উন্নয়নের নামে অর্থ চাওয়া হচ্ছে। কিন্তু আদতে কলেজের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। পানীয় জল থেকে শুরু করে শৌচালয় সব ক্ষেত্রেই একেবারে বেহাল দশা কলেজের। কিন্তু বারবার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই সংক্রান্ত কারণে টাকা নেওয়া হলেও কোন মান উন্নয়ন হচ্ছে না কলেজের। ফলে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা।