দুর্গাপুর, ৫ মে (হি.স.): “সরকারের কাজ ব্যাবসা করা নয়। অতীতে কংগ্রেস, সিপিএমের ভুল নীতি, তোলাবাজি, ঝান্ডাবাজির জন্য অনেক কারখানা বন্ধ হয়েছে। তৃণমূলও সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে। কেন্দ্র দীর্ঘদিন ধরে রুগ্ণ কারখানা চালাবে না। যেখানে সম্ভাবনা আছে, সেখানে বিনিয়োগ করে।” রবিবার দুর্গাপুর হেডকোয়াটার মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়ে কংগ্রেস, সিপিএম ও তৃণমূলকে এক যোগে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষ বলেন, ”রাজ্য সরকারের কেমিক্যাল কারখানা বন্ধ। ডিপিএল ধুঁকছে। সিপিএম চেঁচাই বেশী। তাদের আমল থেকে ডিপিএল ধুঁকছে। আর ধুঁকতে ধুঁকতে সিপিএম শেষ হয়ে গেল।” তিনি প্রশ্ন তুলে আরও বলেন,” রাজ্য সরকারের কারখানা কেন ধুঁকছে? কেন বন্ধ? কারখানা বন্ধ হলেই মোদীকে দোষরোপ।” তিনি বলেন,” সরকারের কাজ ব্যাবসা করা নয়। অতীতে কংগ্রেস, সিপিএমের ভুল নীতি, তোলাবাজি, ঝান্ডাবাজির জন্য অনেক কারখানা বন্ধ হয়েছে। তৃণমূলও সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে। কেন্দ্র দীর্ঘদিন ধরে রুগন কারখানা চালাবে না। যেখানে সম্ভাবনা আছে, সেখানে বিনিয়োগ করে।”