হাইলাকান্দি (অসম) ৪ মে (হি.স.) : লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের পোস্টাল ব্যালটের ভোটদান হাইলাকান্দিতে রবি ও সোমবার অনুষ্ঠিত হবে। জেলার পোস্টাল ব্যালট সেলের ইনচার্জ এক বিজ্ঞপ্তি তে জানিয়েছেন যে জেলা আয়ুক্ত কার্যালয় ভবনের গ্রাউন্ডফ্লোরে অবস্থিত মিনি কনফারেন্স হলে ৫ ও ৬ মে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পোস্টাল ব্যালটের ভোটদান অনুষ্ঠিত হবে। এতে জেলার নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা তৃতীয় দফার নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটের ভোটদান করতে পারবেন। উল্লেখ্য তৃতীয় দফার নির্বাচনের জন্য পুলিশ কর্মীদের পোস্টাল ভোট দান ৩ ও ৪ মে হাইলাকান্দির পুলিশ রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে।
2024-05-04