BRAKING NEWS

“ছিঃ ছিঃ কতবড় মিথ্যেবাদী, জুমলা”, মোদীকে তোপ মমতার

নদিয়া, ৪ মে (হি.স.) : “একটা বাচ্চা মিথ্যে কথা বললে মা দুটো থাপ্পড় মেরে তাঁকে ঠিক করে, কিন্তু প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কী করা উচিত? বলছে, সবার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ গেছে। ছিঃ ছিঃ কতবড় মিথ্যেবাদী। জুমলা।”

নদিয়ার চাকদহের সভা থেকে সন্দেশখালি প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী মোদীকে শনিবার এই ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার রাজ্যপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

শনিবার নদিয়ার সভা থেকে মমতা বলেন, “মাননীয় রাজ্যপালের কার্যকলাপ দেখছেন? দেখছেন তো রাজভবনে মেয়েদের সঙ্গে কী কাণ্ড করছেন। মেয়েদের ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। তারপর প্রধানমন্ত্রী সেখানে গিয়ে রাত্রিবাস করেন।” নদিয়ার রানাঘাটের বিজেপি প্রার্থীর প্রসঙ্গে মমতার প্রশ্ন, “এখানকার বিজেপি প্রার্থী জগন্নাথ কী করে বেড়ান? মুকুটমণিকে কেন বিজেপি ছাড়তে হল?” খানিক থেমে বলেন, “আপনারা সব জানেন। আমি নতুন করে আর বলছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *