আগরতলা, ৪ মে: আজ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এদিনের কমসূর্চিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, যুব মোর্চার মন্ডল সভাপতি মনিষ চক্রবর্তীর সহ অন্যন্যরা।
প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বলেন, গত কয়েকদিন ধরে বিশ্ব উষ্ণায়নের ফলে তাপ প্রবাহ চলছে। এই পরিস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে যুব মোর্চা। তারই অঙ্গ হিসেবে যুব মোর্চার পক্ষ থেকে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।