BRAKING NEWS

নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে কংগ্রেস সন্ত্রাসীদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেয় না : প্রধানমন্ত্রী

লোহারদাগা, ৪ মে (হি.স.): নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে কংগ্রেস সন্ত্রাসীদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেয় না। শনিবার ঝাড়খণ্ডের লোহারদাগার নির্বাচনী জনসভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “১০ বছরে মোদী দেশের একটি বড় অংশকে মাওবাদী হিংসা থেকে মুক্ত করেছে। কিন্তু কংগ্রেস এখনও মাওবাদী নকশালদের সমর্থন করছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “সংবিধান যখন তৈরি হয়েছিল, বাবা সাহেব আম্বেদকর ও সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের দেশে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ থাকবে না। দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণী সংবিধানের অধীনে সংরক্ষণ পাবে। কিন্তু কংগ্রেস আপনাদের অধিকার কেড়ে নিয়ে এবং সংবিধানকে বিকৃত করে একটি শ্রেণীকে রিজার্ভেশন দিতে চায়। কংগ্রেস আপনাদের অধিকার কেড়ে নিতে চায়, তাই আপনাদের খুব সতর্ক থাকতে হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেস যে চশমা পরে, তাতে একটাই ভোট ব্যাঙ্ক দেখা যায়- সেটা হল মুসলিম ভোট ব্যাঙ্ক। কংগ্রেসের এই নীতির কারণে সকলেরই ব্যাপক ক্ষতি হয়েছে।যেখানে বিজেপি সবকা সাথ, সবকা বিকাশের কথা বলে। বিজেপি সরকারের নীতিতে কারও প্রতি কোনও বৈষম্য নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *