BRAKING NEWS

মেলার ভিটি বন্টন নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, ছুরিকাঘাতে আশঙ্কাজনক যুবক, গ্রেফতার এক

আগরতলা, ৪ মে : বক্সনগরে বৈশাখী মেলার ভিটি বন্টন নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক যুবক। স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক থেকে আগরতলার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল আরক্ষা বাহিনী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে , প্রত্যেক বছরের মতো এবছরও রহিমপুর বাজারে আজ থেকে বৈশাখী মেলা শুরু হয়েছে। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দিতে আসেন। পাশাপাশি ওই মেলাকে ঘিরে একটি মেলা কমিটি গঠিত হয়। মেলা কমিটি থেকে রহিমপুরের বাসিন্দা শাহ্জাহান মিঞা ওরফে ধনা দোকানের সম্মুখে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান ভিটি বন্টন করেছিল। কিন্তু আজ সকালে ওই ক্ষুদ্র ব্যবসায়ী দোকান দিতে আসলে বাধা প্রদান করে শাহ্জাহান মিঞা। ওই ঘটনাকে কেন্দ্র মেলা কমিটির সদ্যস খুরশিদ আলম তাঁর সাথে কথা বলতে আসেন। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়েছিল। একসময় ক্ষুদ্ধ শাহ্জাহান মিঞা ছুরি দিয়ে খুরশিদ আলমের উপর আক্রমণ চালায়। তাতে গুরুতর আহত হয়েছেন খুরশিদ আলম। সাথে সাথে স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক থেকে আগরতলার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। দিকে কলমচৌরা থানার পুলিশ ঘটনাস্থলে ছুঁটে গিয়ে অভিযুক্ত শাহজান মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল আরক্ষা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *