বামপন্থীরা বিদায় নিলেই উন্নয়নের সূর্য উঠতে থাকে : প্রধানমন্ত্রী

বর্ধমান, ৩ মে (হি.স.): বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বামপন্থীরা বিদায় নিলেই উন্নয়নের সূর্য উঠতে থাকে। উদাহরণ হিসেবে ত্রিপুরার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “তৃণমূল, বামেদের ও কংগ্রেসের উন্নয়নের কোনও দৃষ্টিভঙ্গি নেই। আপনারা ভাল করেই জানেন বাম, কংগ্রেস এবং টিএমসি একটি রাজ্যের কী অবস্থা করতে পারে। ত্রিপুরার অবস্থা খারাপ করে রেখেছিল বামেরা। কিন্তু গত ৫ বছরে সমগ্র ত্রিপুরার জীবন বদলে দিয়েছে বিজেপি। বামপন্থীরা বিদায় নিলে উন্নয়নের সূর্য উঠতে থাকে।”

শুক্রবার দিলীপ ঘোষের সমর্থনে বর্ধমান-দুর্গাপুর সংসদীয় আসনে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমি মজা করার জন্য জন্মগ্রহণ করিনি, আমি নিজের জন্য বাঁচতে চাই না। আপনাদের সেবা করার সংকল্প নিয়ে, আমি মহান ভারত মাতার ১৪০ কোটি দেশবাসীর সেবা করতে বেরিয়েছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলার তৃণমূল সরকার হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দিয়েছে। এরা কেমন মানুষ যে জয় শ্রী রাম স্লোগানেও আপত্তি করে? রাম মন্দির নির্মাণে তাদের আপত্তি, রাম নবমীর মিছিলেও আপত্তি আছে।” এরপরই মোদী সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, “আমি তৃণমূল সরকারের কাছে জানতে চাই কেন সন্দেশখালিতে আমাদের দলিত বোনদের সঙ্গে এত বড় অপরাধ হল? গোটা দেশ পদক্ষেপের দাবি জানিয়েছিল, কিন্তু টিএমসি অপরাধীকে রক্ষা করে চলেছে। শুধু কি সেই অপরাধীর নাম শাহজাহান শেখ বলে?”