আমেঠি, ৩ মে (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠি লোকসভা আসনের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। একইসঙ্গে আমেঠি ছেড়ে উত্তর প্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হওয়ার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও তীব্র সমালোচনা করেছেন স্মৃতি ইরানি।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেছেন, “যদি বিজেপি সাংসদের অধীনে গত পাঁচ বছরে আমেঠিতে উন্নয়ন সম্ভব হয়েছে, তাহলে কংগ্রেস কেন গত কয়েক দশক ধরে আমেঠির এমন ক্ষতি করল? এখন আমেঠির জনগণের বিজয় হল। গত তিন বছরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেখানে জনসাধারণের জন্য উপস্থিত ছিলেন না। যাকে আমেঠি অস্বীকার করেছে, আমেঠি ছেড়ে ওয়ানাডে চলে গিয়েছেন, তিনি কখনও রায়বরেলির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন না।”