ধর্মনগর দেওয়ানপাশায় দুর্ঘটনার কব‌লে স্কুল ভ্যান, আহত চালক

পাথারকান্দি (অসম), ৩ মে (হি.স.) : ধর্মনগরে দুর্ঘটনার কব‌লে স্কুল ভ্যান । ঘটনায় গুরুতর আহত হয়েছে ভ্যান চালক । জানা যায়, আজ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধর্মনগরের প‌শ্চিম দেওয়ানপাশা গ্রা‌মে । তবে কোন ছাত্র-ছাত্রী আহত না হলে চালককে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, প্রতি‌দি‌নের ন‌্যায় শুক্রবার সকা‌লে কিড‌জি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের যাবার প‌থে প‌শ্চিম দেওয়ানপাশা গ্রা‌মে দুর্ঘটনার কব‌লে প‌ড়ে স্কুল ভ্যান । কারনে জানা গেছে, গাড়িতে থাকা জনৈক ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে সড়কের পাশে থাকা স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান চালক । আর তখনই ঘটে অঘটন । গাড়িতে থাকা অপর এক ছাত্র চালকের আসনে বসে যা‌ন্ত্রিক অং‌শে হাত দি‌লে গা‌ড়ি‌টি চল‌তে শুরু ক‌রে পাশের জলাভূমিতে গিয়ে গড়িয়ে পড়ে ।

ঘটনা প্রত‌্যক্ষ ক‌রে গা‌ড়ি চালক দৌ‌ড়ে এ‌সে গা‌ড়ি‌টি‌কে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করলে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন । এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করেন হাসপাতালে । ফায়ার ব্রিগে‌ডের কর্মীরা খবর পেয়ে ছুটে এসে উদ্ধার ক‌রেন দুর্ঘটনা গ্রস্থ গাড়ি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *