BRAKING NEWS

মেয়ের জামাইয়ের হাতে আক্রান্ত শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩ মে: এবারে মেয়ের জামাই হাতে আক্রান্ত হলেন শাশুড়ি। ঘটনাটি ঘটেছে উদয়পুর দাতারাম এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় পিত্রা বড়বাড়ি  এলাকার এশাদ মিয়ার মেয়ে আমেনা খাতুন কে দাতারাম এলাকার হাবিল মিয়ার ছেলে সাহা পরান মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে জিটি ১৮ বছর আগে। বিয়ের পর থেকেই অত্যাচার শুরু হয় ওই গৃহবধূর উপর। বারবার এ ধরনের ঘটনা ঘটতে থাকলে শুক্রবার সকালে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনতে যান তার মা। যখন মেয়েকে নিয়ে চলে আসছিলেন তখন মেয়ের জামাই তার শাশুড়ির উপর চড়াও হয়। মহিলাকে বেধড়ক মারধর করেছে তার মেয়ের জামাই শাহ পরান মিয়া। পাশাপাশিও গৃহবধূকে বাড়িতে আটক করে রেখেছে। ঘটনার পরেই উদয়পুর মহিলা থানার দারস্থ হয়েছে মেয়ের পরিবার। মেয়ের জামাই এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সুষ্ঠু তদন্তের দাবী করেছেন মেয়ের পরিবার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *