নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে: ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডে এবার নয়া মোড়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি যুবতীকে গ্রেফতার করল পুলিশ। তার নাম সুস্মিতা সরকার (২২)। তার বাড়ি পশ্চিম ভুবনবন এলাকায়। এই হত্যাকাণ্ডের সে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে বলে দাবি পুলিশের।
শুক্রবার এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, গত ৩০ এপ্রিল রাজধানীর শালবাগানস্থিত হাতিপাড়ায় ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ই পুলিশ প্রদ্যুৎধর চৌধুরী নামে একজনকে আটক করে। তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের পুলিশ সীমান্তে পাঠিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালানো হয়। সে জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে মাস্টারমাইন্ড সুস্মিতা সরকারের নাম। তারপর পুলিশ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড এবং অন্যান্য সমস্ত ধরনের তদন্ত সাপেক্ষে বৃহস্পতিবার সুস্মিতা সরকারকে গ্রেফতার করেছে। শুক্রবার অভিযুক্ত সুস্মিতাকে দশ দিনের পুলিশ রিমান্ডে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে প্রদ্যুৎ ধর চৌধুরীর তিনদিনের রিমান্ডে শেষে পুনরায় পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এই হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল এবং গুলি কিছুই উদ্ধার হয়নি। এছাড়াও এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে সে বিষয়ে বিস্তারিত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে ধারণা পুলিশের।