ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফাইনাল রাউন্ডের খেলা। জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট। দুর্দান্ত জয় দিয়ে দারুন সূচনা মনিপুরের। প্রথম ম্যাচে ৭-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় মনিপুরকে গ্রুপে অনেকটা এগিয়ে রাখবে। পাশাপাশি একই দিনে গ্রুপের দুটি ম্যাচ এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হওয়ায় আখেরে আরও লাভ হয়েছে মনিপুরের। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত ২৮ তম সিনিয়র মহিলাদের জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট তথা রাজমাতা জিজাভাঈ ট্রফি এর ফাইনাল রাউন্ডের খেলা বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে। বারোটি দলকে নিয়ে দুটি গ্রুপে লীগ পর্যায়ের আসর। বুধবার প্রথম দিনে দুর্দান্ত জয় দিয়ে দারুণভাবে লীগ সূচনা করেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং রেলওয়েজ। সকাল ৮টায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ন্যাশনাল কাউন্সিল অফ এক্সিলেন্সের মাঠে ফাইনাল রাউন্ডের উদ্বোধনী ম্যাচে তামিলনাড়ু ৩-০ গোলে দিল্লিকে পরাজিত করে। বিকেল চারটায় একই মাঠে রেলওয়েজ, চন্ডিগড় কে হারায় ৩-০ গোলের ব্যবধানে। তবে একই সময়ে কিশোর ভারতী স্টেডিয়াম পশ্চিমবঙ্গ ৭-১ গোলের বড় ব্যবধানে পাঞ্জাবকে পরাজিত করেছে। বৃহস্পতিবার বি গ্রুপের খেলায় সকাল ৮ টায় ফেডারেশন মাঠে উড়িষ্যা ও হরিয়ানার ম্যাচটি এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়। বিকেল চারটায় কিশোর ভারতী স্টেডিয়ামেও সিকিম, মহারাষ্ট্রের খেলাটি ১-১ গোলে ড্র-তে শেষ হয়। তবে একই সময়ে ফেডারেশন মাঠে মনিপুর সাত-শুন্য গোলের বড় ব্যবধানে ঝাড়খন্ড কে হারিয়ে গ্রুপ লিগে এককভাবে শীর্ষে অবস্থান করছে। দিনের খেলা : সকাল ৮টায় দিল্লি বনাম চন্ডিগড়; বিকেল চারটায় তামিলনাড়ু বনাম ওয়েস্ট বেঙ্গল এবং পাঞ্জাব বনাম রেলওয়েজ।
2024-05-02