নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে: টিপিএসসি দ্বারা পরিচালিত ইঞ্জিনিয়ার নিয়োগের মেইন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে টিপিএসসি জানিয়েছে, ত্রিপুরা হাইকোর্টের রায় জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য মেইন পরীক্ষা যেটি ০৩.০৫.২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়ার আগে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে আইনজীবী শংকর লোধ জানিয়েছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার যে উত্তরপত্র প্রকাশিত হয়েছে তাতে বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গেছে কোথাও উত্তর ভুল রয়েছে কোথাও আবার প্রশ্ন ভুল। অর্থাৎ সেই উত্তরপত্রে অসংগতি লক্ষ্য করা গেছে। এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি অরিন্দম লোধ সমস্ত দিক বিবেচনা করে টিপিএসসিকে নতুন কমিটি গঠন করে এই উত্তরপত্র পুনরায় বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুরনো কমিটিতে যারা ছিলেন তাদের নতুন কমিটির রাখা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন। টিপিএসসি এর নতুন কমিটি উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করে নতুনভাবে ফলাফল প্রকাশ করার পরেই মেইন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে বলে জানিয়েছেন আইনজীবী শংকর লোধ।