BRAKING NEWS

‘কিছু বললেই বলে তৃণমূল চোর’ : ফরাক্কায় নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী

ফরাক্কা, ১ মে (হি.স.) : ‘কিছু বললেই বলে তৃণমূল চোর।’ বুধবার মুর্শিদাবাদের ফারাক্কায় নির্বাচনী জনসভা থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে প্রচার করতে গিয়ে বিজেপি শিবিরকে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কিছু বললেই বলে তৃণমূল চোর। কোথায় চুরি? প্রমাণ দাও। সাড়ে তিনশো টিম পাঠিয়েছে ওরা বাংলায়। আজ পর্যন্ত চুরির প্রমাণ দিতে পারেনি।’

যদিও এদিনের জনসভাই প্রথম নয়, প্রায় প্রতিটি জনসভা থেকেই এধরণেই মন্তব্য শোনা যায় নেত্রীর গলায়। অতীতেও বহুবার তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা।’ আজ আরও একধাপ এগিয়ে নিজের দলকে চোর বলার প্রমাণ চাইলেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *