মুম্বই, ১ মে (হি.স.): মহারাষ্ট্রের আরও দু”টি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করল শিবসেনা। বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে দু”টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
এদিন থানে এবং কল্যাণ লোকসভা আসনের শিবসেনা প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের থানে সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নরেশ মহাসকে এবং কল্যাণ লোকসভা আসনের শিবসেনা প্রার্থী হলেন শ্রীকান্ত শিন্ডে।