রায়গঞ্জ, ১ মে (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর থানার মাদারিপুরে সম্পর্কের জটিলতায় আত্মঘাতী হয় এক কিশোরী। আর সেই ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বুধবার জাতীয় সড়ক অবিরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। যার জেরে স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল। দাবদাহের মধ্যেই সারি দিয়ে দাঁড়িয়ে থাকে দূরপাল্লার বাস, লরি । চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা।
সূত্রের খবর, ইসলামপুর ব্লকের রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত এক সদস্যের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল মাদারিপুরের এক কিশোরীর। পরিবারের দাবি, অভিযুক্ত যুবক তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে রাখে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে বারবার শারীরিক সম্পর্কে লিপ্ত হতে থাকে বলে অভিযোগ।
গত ২৩ মার্চ ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি। অভিযোগ, পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ গ্রেফতার করতে পারেনি অভিযুক্তকে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই বুধবার মৃতার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন। আর তাতে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের।