BRAKING NEWS

দেশজুড়ে তল্লাশি অভিযান সিবিআই–এর

নয়াদিল্লি, ১ মে (হি. স.): অ্যাপ ভিত্তিক বিনিয়োগ প্রকল্প সম্পর্কিত একটি মামলায় দেশজুড়ে মে মাসের প্রথম দিন থেকেই অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

জানা গিয়েছে, মামলার তদন্তের জন্য বুধবার দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক সহ ১০টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০টি জায়গায় অভিযান চালিয়েছে। তল্লাশি চালানোর সময়ে সিবিআই মোবাইল ফোন, কম্পিউটার হার্ড ড্রাইভ, সিম কার্ড, এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ ডিজিটাল সামগ্রী বাজেয়াপ্ত করেছে। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ডেবিট কার্ড এবং বিভিন্ন নথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *