ধুবড়ি (অসম), ১ মে (হি.স.) : বিজেপির নীতি হলো সাধারণ জনতাকে উপেক্ষা করে ধনাঢ্যদের সুবিধা দেওয়া। বলেছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা।
ধুবড়িতে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের সমৰ্থনে বালাজানে আয়োজিত নির্বাচনী সমাবশে ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ভদরা। বরাবরের মতো আজও প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে বঞ্চিত করে বিলিয়নিয়ার ধনাঢ্য ব্যবসায়ীদের পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। তিনি বলেন, বিজেপির একমাত্র অ্যাজেন্ডা জনস্বার্থকে খুণ্ণ করে অনন্ত বিত্তশালীদের সুযোগ-সুবিধা করে দেওয়া।
কাশ্মীর থেকে কন্যাকুমারীস মণিপুর থেকে ওড়িশা, তাঁর ভাই রাহুল ভারত ন্যায় যাত্রা করেছেন। এই যাত্রাকে দেশব্যাপী জাতির ঐক্যের প্রমাণ হিসেবে উল্লেখ করে প্রিয়াঙ্কা ভারতে ধর্মীয় সহাবস্থানের সমৃদ্ধ ঐতিহ্যের ওপর জোর দিয়েছেন। তিনি ভারতের বৰ্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শাসক দল মিডিয়ার দমবন্ধ করে দিয়েছে, দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, জনগণ এই সরকারের ওপর অসন্তুষ্ট। তিনি বিজেপির বিরুদ্ধে সত্য ও সহনশীলতার থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ করেছেন।
বিজেপি এবং কংগ্রেস-শাসিত রাজ্যগুলির সঙ্গে অসমের শাসন ব্যবস্থার মধ্যে তীব্র বিসাদৃশ্যের কিছু দৃষ্টান্ত তুলে ধরে বলেন অসমে মাফিয়া শাসন কায়েম হয়েছে। জনকল্যাণকে উপেক্ষা করা হচ্ছে বলে সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা। তাঁর দাবি, উন্নয়ন নেই, উল্টে দুর্নীতি এবং বড় বড় ব্যবসায়ীদের কল্যাণে নিয়োজিত অসমের বিজেপি নেতৃত্বাধীন সরকার।
দেশে ক্রমবর্ধমান বেকারত্বের হার এবং জনগণের অর্থনৈতিক অসুবিধা সৃষ্টির জন্য খেদ প্রকাশ করেছেন গান্ধী ভদরা। বলেন, জনগণের চাহিদা পূরণের পরিবর্তে নিজেদের তহবিল পূরণে সরকার বেশি মনোযোগী। জরুরিকালীন পরিস্থিতিতে অপর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা এবং জিএসটি আরোপের ফলে পণ্যের ক্রমবর্ধমান দামের সমালোচনা করেছেন প্ৰিয়াঙ্কা ভদরা।
নারী এবং অন্তিম অংশের জনগণের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোগ, মহিলাদের জন্য মাসিক আয়ের নিশ্চয়তা প্রদান এবং কংগ্রেস শাসনে কেন্দ্রীয় সরকারি বিভাগগুলিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ চাকরি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয়াঙ্কা।
তিনি মণিপুরে সহিংসতার মতো সংকটের সময় বিজেপি নেতৃত্বের নীরবতার নিন্দা করে এর মাধ্যমে বিজেপি রাজনৈতিক তথা নিৰ্বাচনী সুবিধা লাভের অঙ্ক কষেছে বলে অভিযোগ তুলেছেন।
প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি সরকারকে অসমের চা বাগানের শ্রমিকদের উন্নয়ন করছে না বলে অভিযুক্ত করে বলেন, রাজ্যের ক্ষমতাসান বিজেপি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করছে। তিনি ভূমিহীনদের জমি বণ্টন এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির মতো উদ্যোগ নিয়ে সমাজের দুর্বল শ্রেণির মানুষজনের আর্থ-সামাজিক বৈষম্য মোকাবিলায় কংগ্রেসের প্রতিশ্রুতি বর্ণনা করেছেন।
ভোটারদের বিজেপি সরকারের কাৰ্কলাপগুলি যাচাই-বিচার করে আসন্ন লোকসভা নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি উন্মোচন করে তাদের শাসনে জবাবদিহিতা এবং সুশাসন পুনরুদ্ধার করার লক্ষ্যে ‘ন্যায় পাত্র’ শীৰ্ষক কংগ্রেসের ইস্তাহারে জনতার কল্যাণে কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার পুনরাবৃত্তি করেছেন।