আগরতলা, ৩০ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের স্ট্রংরুম পরিদর্শন করলেন পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। পরিদর্শন শেষে তিনি বলেন, সমস্ত স্ট্রং রুম সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী স্ট্রং রুমের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
এদিন তিনি বলেন, উমাকান্ত একাডেমীতে ১৪টি বিধানসভার সেগমেন্ট মজুত রয়েছে। স্ট্রং রুমে ২৪ ঘন্টা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নজরদারি বজায় রেখে চলেছে। বাড়তি সুরক্ষার প্রশ্নে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। প্রায় ৭০টি ক্যামেরার তত্বাবধানে আছে.
এদিন তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রার্থীদের প্রতিনিধিদের সিসি ক্যামেরার মাধ্যমে সমস্ত বিষয় দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। গণনা সুষ্ঠভাবে সম্পন্ন করার সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।