কান্নুর, ৩০ এপ্রিল (হি.স.): কেরলের কান্নুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। সোমবার রাতে কেরলের কান্নুরে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কালিচানাদুক্কামের বাসিন্দা কে এন পদ্মকুমার (৫৯), ভীমনাদির বাসিন্দা চুরিক্কাত্ত সুধাকরণ (৫২), কোজুম্মল কৃষ্ণান (৬৫), অজিথা (৩৫) এবং আকাশ (৯)৷
পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০.১৫ নাগাদ কান্নুরের কান্নাপুরম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। একই পরিবারের ৫ জন সদস্য থ্যালাসেরি থেকে কাসারগোডের দিকে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের গাড়িটি ম্যাঙ্গালুরু থেকে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল তাঁদের গাড়িটি তুবড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের।