ইউনাটেড ফ্রেন্ডস-২১৯
হার্ভে-১৮৬
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আবারও সেরা তেজস্বী, অঙ্কিতও দুর্দান্ত। প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে উঠলো শক্তিশালী ইউনাইটেড ফ্রেন্ডস। পরাজিত করলো হার্ভে কে। পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেলেও হার্ভের ক্রিকেটাররা যথেষ্ট বেগ দিয়েছে ইউনাটেড ফ্রেন্ডসকে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউনাটেড ফ্রেন্ডস ৩৩ রানে পরাজিত করলো হার্ভেকে। প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড ফ্রেন্ডসের গড়া ২১৯ রানের জবাবে হার্ভে ১৮৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের তেজশ্বী জশোয়াল প্রথমে ব্যাট হাতে শতরান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া অঙ্কিত প্রতাপ শর্মা ৬৩ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ইউনাটেড ফ্রেন্ডস ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলের পক্ষে তেজশ্বী জশোয়াল জয়ী ১৩৯ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে চোখঝলসানো ১০২ রান করেন। তৃতীয় উইকেটে অঙ্কিত প্রতাপ সিং-য়ের সঙ্গে ১১২ রান যোগ করে দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন। অঙ্কিত ৬৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, সেন্টু সরকার ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং প্রীন্স রাণা ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। হার্ভের পক্ষে স্বরব সাহানি ২৯ রানে ৩ টি, অর্কজিৎ রায় ২৭ রানে এবং জয়দীপ দেব ৩৯ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে দলনায়ক রিয়াজ উদ্দিনের দুরন্ত ব্যাটিং সত্বেও কাঙ্কিত লক্ষ্যে পৌঁছতে পারেনি হার্ভে। দল ৪০.১ ওভারে গুটিয়ে যায় ১৮৬ রানে। দলের পক্ষে রিয়াজ ৯২ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ৮৭, কিষান মুড়াসিং ২৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, রোহিত ঘোষ ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং• আরমান হোসেন ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে অঙ্কিত প্রতাপ সিং ১৩ রানে, প্রীন্স রাণা ২৯ রানে ৩ টি করে এবং তেজশ্বী জশোয়াল ৩৩ রানে ২ টি উইকেট দখল করেন। অলরাউন্ডার তেজস্বী পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।