BRAKING NEWS

ধর্মনগরে ডাকাতের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ এপ্রিল: একের পর এক চুরির ঘটনায় বিব্রত হয়ে পড়েছে ধর্মনগরবাসী। ডাকাত সর্দার নিজাম উদ্দিনকে পাওয়ার পর ধর্মনগরবাসী ভেবেছিল হয়তো বা এখন চুরি ডাকাতির ঘটনা আস্তে আস্তে কমবে। কিন্তু কোথায় কি ,বাস্তব ক্ষেত্রে যা ছিল তাই রয়ে গেছে। ভাগ্যপুর ৩ নং ওয়ার্ডের রিনা মালাকার ব্যক্তিগত কাজে গুয়াহাটি গিয়েছিলেন। তার ছেলে তাকে আনার জন্য সপ্তাহ খানেক আগে গুয়াহাটি যায়। সেখানে মাকে নিয়ে  আসবে একটা আনন্দের বাতাবরণ। এই আনন্দের মাঝে বাধ সাধল ডাকাত দল।

রবিবার দিনের দিকে ভাঙাচোরা কালেকশন করে আনে এমন ছেলেকে দেখতে পায় ওরা সেই বাড়িতে। খালি বাড়িতে ওরা কোথা থেকে এসেছে পাশের বাসার মহিলারা তা নিয়ে জোড় প্রতিবাদ জানালে দুটো ছেলে পালিয়ে যায়। সন্ধ্যায় প্রতিবেশীরা দেখতে যায় কি  অবস্থায় বাড়ি রয়েছে।  তছনছ করে ফেলেছে চোরের দল। এমনকি   ব্যাটারি পর্যন্ত নেই। সোনাদানা সব  নিয়ে গেছে চোরের দল। সাথে সাথে ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি তদন্ত করে এবং কি কি চুরি হয়েছে তার একটা হিসাব ঠিক করে। নিজাম উদ্দিন ধরা পড়ার পর ভাবা হয়েছিল যে এখন বোধহয় চুরি এবং ডাকাতি অনেকটা কমে যাবে। কিন্তু কোথায় কি যে গব্বরে ধর্মনগর থানার পুলিশ ছিল সেই গব্বরেই ধর্মনগর থানার পুলিশ রয়ে গেছে। স্থানীয়দের দাবি অতিসত্তর এই বিষয়টির প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *