মাহাবুবাবাদ, ২৯ এপ্রিল (হি.স.): ‘ডিভাইড অ্যান্ড রুল’ কংগ্রেসের আসল চরিত্র। কংগ্রেসকে একহাত নিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার তেলেঙ্গানার মাহাবুবাবাদে এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, “মোদীজি শুধুমাত্র ভারতের উন্নয়নই নিশ্চিত করেননি, ভারতের রাজনীতির সংস্কৃতি ও সংজ্ঞাও বদলে দিয়েছেন। গত ১০ বছর সত্যিকারের রূপান্তর হয়েছে।”
এরপরই নাড্ডা যোগ করেছেন, “‘ডিভাইড অ্যান্ড রুল’ কংগ্রেসের আসল চরিত্র। কংগ্রেসের শাসনকালে শান্তি বা উন্নয়ন কিছুই ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে সবকিছু বদলে গেছে। মোদীজির তত্ত্বাবধায়নে, ভারত ‘বিকাশবাদ’ গ্রহণ করেছে।” নাড্ডার কথায়, যা বলেছিলাম, তা করেছি, যা বলিনি, তাও করে দেখিয়েছি, এটা নিশ্চিত করেছেন মোদীজি। মোদীজির রিপোর্ট কার্ডের রাজনীতির জন্য ভারত ২০১৪ সাল থেকে উন্নয়নের অভূতপূর্ব পদক্ষেপ নিচ্ছে।