হাটশিঙিমারি (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : হাটশিঙিমারিতে এআইইউডিএফ এবং বিজেপি জোট সমৰ্থকদের মধ্যে প্ৰচণ্ড মারপিটের ঘটনায় বিবদমান দুই গোষ্ঠীর প্রায় ১২ জন কর্মী ঘায়েল হয়েছেন।
রবিবার রাতে হাটশিঙিমারিতে গুয়াহাটির একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এক নিৰ্বাচনী বিতৰ্কানুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে বিজেপি, বিজেপি সমর্থিত তথা শরিক দল অগপ এবং এআইইউডিএফ-এর স্থানীয় নেতা-কৰ্মীরা অংশগ্রহণ করেছিলেন। প্রথম দিকে সুষ্ঠুভাবে বিতর্ক চলে। এক সময় বিরোধী এআইইউডিএফ-এর নেতা-কৰ্মীদের মধ্যে শুরু হয় বাগযুদ্ধ। পরবর্তীতে বাগযুদ্ধ হাতাহাতিতে পরিণত হয়। চেয়ার তুলে একে অপরের ওপর হামলা চলে। প্রচণ্ড মারপিটে আহত হয়েছেন উভয় পক্ষের প্ৰায় ১২ জন কৰ্মী।
জানা গেছে, আহত এআইইউডিএফ, অগপ এবং বিজেপি কৰ্মীদের হাটশিঙিমারি জেলা হাসপাতালে নিয়ে ভরতি করতে হয়েছে। এ ঘটনাকে কেন্দ্ৰ করে আজ সোমবারও হাটশিঙিমারিতে তীব্র চাঞ্চল্য ও চাপা উত্তেজনা বিরাজ করছে।