চম্পক নগরের হামলা ও গুলিকাণ্ডে ধৃত এক, জিজ্ঞাসাবাদে উদ্ধার কার্তুজ ও পিস্তল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: চম্পকনগরে চিরঞ্জীব দেবনাথের বাড়িতে হামলা ও গুলি কান্ডের ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে জালে তুলতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। চম্পকনগরগুলি কাণ্ডে গ্রেপ্তার যুবকের নাম  রবীন্দ্র দেববর্মা, তার বাড়ি খুমলুং। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা কার্তুজ সহ পিস্তল উদ্ধার করে চম্পকনগর থানার পুলিশ।

জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন, গড়িয়া পূজার দিন ধৃত রবীন্দ্র দেববর্মা তার তিন সাঙ্গপাঙ্গ নিয়ে  চম্পকনগর এর বাসিন্দা চিরঞ্জীব দেবনাথের বাড়িতে যায়। কিছু একটা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রথমে বচসা ,এরপর মারধোর শুরু হয়।চিরঞ্জীবের বাড়ির লোকের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এলে রবীন্দ্র দেববর্মা  পিস্তল বের করে গুলি চালায় ও তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। রবীন্দ্র দেববর্মার গুলিতে কেউ জখম না হলেও তাদের মারে জখম হয় চিরঞ্জিত দেবনাথ। ১৫ই এপ্রিল চিরঞ্জিত দেবনাথ চম্পকনগর থানায় লিখিত অভিযোগ করেন। খবর পেয়ে চম্পকনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলের খালি কার্তুজ উদ্ধার করে। চিরঞ্জীব দেবনাথ ১৫ই এপ্রিল চম্পকনগর থানায় রবীন্দ্র দেবনাথ ও তার সহযোগীদের নামধাম দিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সঞ্জিত দেববর্মা নামে একজনকে গ্রেপ্তার করে। পড়ে গোপন খবরের ভিত্তিতে গত ২৬ এপ্রিল রাতে খুমলুঙ বাড়ি থেকে ঘটনার মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে গ্রেপ্তার করে চম্পকনগর থানার পুলিশ। গতকাল তাকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আদালত তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডে ক্ড়া জিজ্ঞাসাবাদে পুলিশ খুমলুঙ্গ তার বাড়ির কাছ থেকে ঘটনায় ব্যবহৃত পিস্তল সহ তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে শনিবার গভীর রাতে। তবে ঘটনার সূত্রপাত এখনো রহস্যজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *