নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৮ এপ্রিল: কমলপুর এলাকায় নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিকট ব্যবস্থা গ্রহনের দাবি জানালো সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি।
সিপিআইএম এর তরফে অভিযোগ করে বলা হয়, কমলপুর মহকুমায় কমলপুর ও সুরমা বিধানসভার ১১৮টি এবং আমবাসা বিধানসভার ১০টি বুথ নিয়ে ১১৮টি বুথের মধ্যে ৪০টি বুথে ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট প্রার্থীর পোলিং এজেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু বেলা ২টার পর কয়েকটি বুথে পোলিং এজেন্ট তার নির্ধারিত দায়িত্ব পালনের পরিবেশ না থাকায় বের হয়ে আসতে বাধ্য হয়েছে। কয়েকটি বুথে পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে ঢোকার পথে শাসকদলের দুর্বৃত্তরা পথ আটকে কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাদের ঢুকতে দেওয়া হয়নি। এমনই অভিযোগ বিরোধীদের।
ভোটের আগের ২ রাতে সম্ভাব্য পোলিং এজেন্টদের বাড়ি এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে যেন তারা বুথ কেন্দ্রে না যান । তারপরেও সাহস করে এই সমস্ত এজেন্ট এবং ভোটারদের উল্লেখযোগ্য অংশ বুথ কেন্দ্রে গিয়ে এজেন্টের দায়িত্ব পালন করছেন এবং পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেছেন ।শাসকদল নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করলেও সম্পূর্ণভাবে সফল করতে পারে নি ।ভোটের দিন রাতে সালেমা বাজারে সি পি আই (এম ) কর্মী তাপস দাস শারীরিকভাবে আক্রান্ত হলে কুলাই হাসপাতালে চিকিৎসা করা হয়।
সালেমা বাজারের পূর্বদিকে রতন দাস নামে অন্য একজন পার্টি কর্মীর বাড়িতে রাত ৯টায় তার ঘরের দরজা ভেঙে তাকে ঘর থেকে বের করে মারাত্বকভাবে আক্রমন করলে রাতেই তাকে কুলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।শনিবার সকালে সালেমা বাজারে পার্টি সমর্থক অসীম দেবনাথকে আক্রমন করে তার মোবাইল নিয়ে যায় এবং সে দৌড়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেয়। সে পেশাগত কারণে আগরতলা থাকে। আর ভোট দেওয়ার জন্য সালেমায় আসে। এছাড়াও যারা হুমকি উপেক্ষা করে এজেন্ট হয়েছিল এবং ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে ।সি পি আই (এম ) কমলপুর মহকুমা কমিটি এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সুস্হ পরিবেশ তৈরীর জন্য নির্বাচন কমিশনের নিকট দাবি জানিয়েছে।