তেজপুর (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলিতে বুনো হাতির আক্রমণে দুই বনরক্ষী এবং সাধারণ নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা দুই বনরক্ষী যথাক্রমে কুলেশ্বর বড়ো ও বীরেন রাভা এবং স্থানীয় বাসিন্দা যতীন তাঁতি।
ঘটনা আজ শনিবার ভোর থেকে সকালের দিকে ঢেকিয়াজুলি বিধানসভা এলাকার ধীরাই মাজুলি গ্রামে সংঘটিত হয়েছে। পশ্চিম তেজপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) নিপেন কলিতা জানান, দলছুট একটি বুনো হাতি পার্শ্ববর্তী ঢেকিয়াজুলি জঙ্গল থেকে ধীরাই মাজুলি গ্রামে প্রবেশ করেছিল। আজ ভোরের দিকে গ্রামের বাসিন্দা যতীন তাঁতিকে পদপিষ্ট করে মেরে ফেলেছিল হাতিটি।
এ খবর পেয়ে সংশ্লিষ্ট গ্রামে হাতিটিকে তাড়াতে বনরক্ষী বাহিনীকে পাঠানো হয়েছিল। বনরক্ষীরা যখন হাতিটিকে জঙ্গলের দিকে তাড়াচ্ছিলেন, তখন আচমকা ঘুরে কুলেশ্বর বড়ো ও বীরেন রাভাকে তার শূঁড় দিয়ে ঝাপটা মেরে ফেলে দেয়। মাটিতে ফেলে দুজনকে শূঁড় দিয়ে প্যাঁচিয়ে আছড়ে মেরে ফেলে উগ্র বুনো হাতিটি। হাতির হামলায় আরও এক বনরক্ষী দিবাকর মালাকার জখম হয়েছেন বলে জানান ডিএফও। তিনি জানান, তিনজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত দিবাকরকে উদ্ধার করে তেজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভরতি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে তিনি জানান।
ডিএফও নিপেন কলিতা জানান, বুনো হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালিয়েছেন বনকর্মীরা।