নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ও আম আদমি পার্টির প্রার্থীদের জন্য ভোট চাইতে এবার ময়দানে নামবেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। শুক্রবার এমনটাই জানালেন দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী। অতিশী এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এবং এএপি প্রার্থীদের জন্য ভোট চাইতে মাঠে নামবেন। আগামীকাল দিল্লি থেকে শুরু হবে।”
অতিশী আরও বলেছেন, “২৭ এপ্রিল, তিনি পূর্ব দিল্লি লোকসভায় একটি রোড শো করবেন। তারপর তিনি একটি সমাবেশ করবেন। ২৮ এপ্রিল পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রে রোড শো করবেন। সুনিতা কেজরিওয়াল পঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটও যাবেন। দিল্লি, পঞ্জাবের পাশাপাশি সারা দেশের মানুষ অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে ভোট দেবেন।”