নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল: লেফুঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার বিহারী গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত এক গাঁজা কারবারি। লেফুঙ্গা থানার হাতে গ্রেপ্তার হওয়া ৪ বিহারী গাঁজা পাচারকারি চক্রের সঙ্গে যুক্ত স্থানীয় এক গাঁজা পাচারকারি আটক গাঁজা সমেত। বৃহস্পতিবার রাতে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে উদয় সেনাপতি এলাকাতে এক বাড়িতে অভিযান চালিয়ে ১১কেজি ৫০০গ্রাম শুকনো গাঁজা সমেত রাজেশ দেববর্মা নামে এক গাঁজা কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, সাব ইন্সপেক্টর সূর্য মোহন দাস সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।
শুক্রবার লেফুঙ্গা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানতে গিয়ে বলেন গত বুধবার লেফুঙ্গা থানা এলাকায় গাঁজা কিনতে এসে লেফুঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় প্রতিবন্ধী মূখিয়া সমেত ৪ সদস্যের বিহারী গাঁজা চক্র তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তাদের গতকাল রিমান্ড দাবি করে আদালত থেকে রিমান্ড মঞ্জুর হলে তাদের সিজ্ঞাসাবাদ চালিয়ে উদয় সেনাপতি এলাকা থেকে অভিযান চালিয়ে রাজেশ দেববর্মা নামে এই গাঁজা পাচার চক্রের গাঁজা কারবারি রাজেশকে ধরতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহন করে তদন্ত শুরু করেছে পুলিশ।