এগিয়ে চলো-১২৫
এ ডি নগর-১২৪
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। এক রানে হেরে রানার্স এ.ডি নগর প্লে সেন্টার। রোমহর্ষক ম্যাচ। ফাইনাল হলো ফাইনালের মতোই। কোনও দলই সহজে জয় পেলো না। লড়াই হলো শেষ পর্যন্ত। অল্প রানের পূজি নিয়ে কীভাবে লড়াই করতে হয় তা দেখিয়ে দিলেন এগিয়ে চলো সঙ্ঘের সুরভি রায়-রা। ১ রানে জয় পেয়ে সেরার সম্মান পেলো এগিয়ে চলো সঙ্ঘ। ১০১ রানে ৩ উইকেট থেকে ১২৪ রানে গুটিয়ে গেলো এ ডি নগর। ওই সময় চারটি রান আউটই পেছনে ঠেলে দেয় এডি নগরকে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘের ১২৫ রানের জবাবে এ ডি নগর ১২৪ রান করতে সক্ষম হয়। এ ডি নগরের অধিনায়িকা অন্নপূর্ণা দাসের দুরন্ত বোলিং বিফলে গেলো। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই তানিষা দাসকে (৯) হারিয়ে চাপে পড়ে যায় এগিয়ে চলো সঙ্ঘ। ওই অবস্থায় মৌচৈতি দেবনাথের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেন অশ্মিতা রায়। মৌচৈতি কিছুটা দ্রুত রাড় তোলা চেষ্টা করলেও অশ্মিতা উইকেটে টিকে থাকার উপর নজর দেন। ওই জুটি যোগ করেন ২৯ রান। মৌচৈতি৪৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। তৃতীয় উইকেটে প্রীয়া সূত্রধরের সঙ্গে অশ্মিতা যোগ করেন ৪২ রান। প্রীয়া ৭০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। প্রীয়া আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় এগিয়ে চলোর ইনিংস। ৮২ রানে ২ উইকেট থেকে ১২৫ রানে গুটিয়ে যায় দল। অশ্মিতা ৮৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যান। মামন রবিদাস ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। শেষের দিকের কোনও ব্যাটসম্যান ২২ গজে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি ত্রিপুরা সিনিয়র মহিলা দলের অধিনায়িকা অন্নপূর্ণা দাসের ভেলকির সামনে। এগিয়ে চলো সঙ্ঘ ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয়। এ ডি নগর প্লে সেন্টারের পক্ষে অন্নপূর্ণা দাস ২০ রানে ৫ টি এবং সুইটি সিনহা ২৩ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরুতেই প্রতিভাবান ক্রিকেটার এঞ্জেল পালকে (৮) হারানোর পর এ ডি নগরের হয়ে রুখে দাড়ান অনণ্যা দেবনাথ এবং মৌটুসী দে। ওই জুটি ঠান্ডা মাথায এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। দ্বিতীয় উইকেটে ওই জুটি যোগ করেন ৪৩ রান। অনণ্যা ৮৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং মৌটুসী ৫৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে আউট হয়েছেন। ওই জুটি ভাঙ্গার পরই এ ডি নগরের শিবির ঢেকে যায় কালো মেঘে। শুরু হয় ক্রমাগত উইকেট পতন। এরই মাঝে চার চারটি রান আউটে চাপে পড়ে যায় এ ডি নগর। শেষ পর্যন্ত ১২৪ রানে গুটিয়ে যায় এ ডি নগর। শেষ দিকে কোনও ব্যাটসম্যানই রুখে দাড়াতে পারেননি। এগিয়ে চলো সঙ্ঘের পক্ষে সুরভি রায় ২৪ রানে ৩ টি উইকেট দখল করেন। এদিকে, এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে খেলোয়ারদের উষ্ণ সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কারেও সম্মানিত করা হয়েছে।