হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.): মঙ্গলবার হনুমান জয়ন্তী। সেই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন, হনুমান জয়ন্তীর পবিত্র দিনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পবনপুত্র হনুমানজি আমাদের সকলকে শক্তি এবং বুদ্ধি দিন। পাশাপাশি সেবা এবং সমর্পণের মনোভাবও দিন আমাদের। সকলের জীবন সুখী হোক ও মঙ্গল হোক। জয় বজরঙ্গবলী!

উল্লেখ্য, দিনকয়েক আগেই পালিত হয়েছে পবিত্র রামনবমী তিথি। আর মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী।