কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): পিকনিক গার্ডেনের একটি বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তামান্না হিরাওয়াত নামে এক ১৯ বছরের ছাত্রীর। রবিবার ভোরবেলা এই ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঠিক কী কারণে মেয়েটি পড়ে গেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শোনা যাচ্ছে, আত্মহত্যার কথাও। কেউ কেউ বলছেন পড়ে যায়নি তামান্না, ঝাঁপ দিয়েছে। এর পিছনে পারিবারিক, ব্যক্তিগত নাকি সম্পর্কজনিত কোনও সমস্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। মেয়েকে হারিয়ে শোকের ছায়া গোটা পরিবারে।