পুঞ্চ, ২১ এপ্রিল (হি.স.) : জম্মু কাশ্মীরে পুঞ্চে জঙ্গিদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর থেকে পিস্তল ও দুটি চাইনিজ গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশ এবং এসওজি যৌথভাবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসেবে সন্ত্রাসবাদীদের সহযোগিতা করত। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি পিস্তল ও দুটি চীনা গ্রেনেড উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিকরা সন্দেহ করছেন যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুঞ্চ অঞ্চলে আসন্ন নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ওই এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে।
2024-04-21