হাওড়া, ২১ এপ্রিল (হি.স.): হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের কাছাড়িপাড়ায়। জানা গিয়েছে, এদিন সকালে জাতীয় সড়কের কলকাতাগামী লেন দিয়ে যাচ্ছিলেন ওই সাইকেল আরোহী। সেই সময় পিছন দিক থেকে এসে একটি লরি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ বাদেই পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ঘাতক লরি এবং চালককে আটক করা হয়েছে। মৃত সাইকেল আরোহীর পরিচয় এখনও জানা যায়নি।
2024-04-21