আগরতলা, ২০ এপ্রিল: বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল সাব্রুমের গ্রামীণ ব্যাংক। বৈদ্যুতিক শর্ট-সার্কিট আচমকাই আগুন লেগেছে। ওই ঘটনা গোটা এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়েছিল।
জানা গিয়েছে, সাব্রুমের গ্রামীণ ব্যাংকের ভেতরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।শনিবার বিকাল ৫ টা নাগাদ এলাকার লোকজন হঠাৎ দেখতে পায় গ্রামীণ ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে । সাথে সাথে দমকল বাহিনীর কর্মীদের খবর পাঠিয়েছেন তাঁরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।