শান্তিরবাজার, ১৮ এপ্রিল : মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ন এলাকায় বাইক ও স্কুটির সংঘর্ষে গুরতর আহত হয়েছে দুই।আজ দুপুর ওই এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক ৩ টা ৩৫ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে টি আর ০৮ ই ৫৯৪৬ নাম্বারের পালসার বাইক ও টি আর ০৮ ই ৯৫৮৯ নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে বাইক চালক ও স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পরেগিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার খবরপেয়ে দ্রুততার সহিত সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুততার সহিত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় আহত এক যুবকের বয়স ১৭ বছর। দুর্ঘটনায় আহতরা হলো ব্রিজেস দেবর্বমা ( ১৭ ) অপরজন হলো স্যামসং কলই ( ১৮ ) । ঘটনার পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলেগিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইককে থানায় নিয়ে যায় ও দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ।