গুয়াহাটি, ১৮ এপ্রিল (হি.স.) : আগামীকাল ১৯ এপ্রিল, ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। প্রথম দফার ভোটে উত্তরপূর্বের সাত রাজ্যের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর হবে অগ্নিপরীক্ষা।
আগামীকাল শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ। প্রথম দফার ভোট হবে অসমের পাঁচটি আসনে। সেগুলি যথাক্রমে ডিব্রুগড়, যোরহাট, কাজিরঙা, লখিমপুর এবং শোণিতপুর।
অরুণাচল প্রদেশের মোট দুই আসন অরুণাচল প্রদেশ পূর্ব এবং অরুণাচল প্রদেশ পশ্চিম।
মণিপুরে দুই আসনে ইনার মণিপুর এবং আউটার মণিপুর।
মেঘালয়ের দুই আসন শিলং এবং তুরা।
মিজোরামের এক আসন মিজোরাম।
নাগাল্যান্ডে এক আসনে নাগাল্যান্ড।
ত্রিপুরার দুই আসনের মধ্যে ত্রিপুরা পশ্চিম।
এবং সিকিমের এক আসনে সিকিম।
আসমের ডিব্রুগড় আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওই আসনের বর্তমান সাংসদ সর্বানন্দ সনোয়াল এবং বর্তমান সাংসদ তথা কংগ্রেস নেতা তথা অসমের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈয়ের মধ্যে। ওই আসনে আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ এবং আম আদমি পার্টির প্রার্থীও নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
অরুণাচল পশ্চিম আসনে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির কিরেন রিজিজু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের নবম টুকি এবং জনতা দল (ইউ)-এর রুহি টাঙ্গুং-এর মধ্যে ভোট লড়াই হবে। এদিকে অরুণাচল পূর্ব আসনে বিজেপির বসিরাম সিরাম তাপির গাও এবং কংগ্রেসের লোয়াংচা ওয়াংলাতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।
ইনার মণিপুর লোকসভা আসনে বিজেপি-প্রার্থী থাউনাওজাম বসন্ত কুমার সিং এবং কংগ্রেসের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (দিল্লি)-এর অধ্যাপক আঙ্গোমচা বিমল আকোইজামের মধ্যে হবে ভোটের লড়াই।
ত্রিপুরায় মূল লড়াই হবে ত্রিপুরা পশ্চিম আসনে বিজেপি-প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লবকুমার দেব এবং সিপিআইএম সমর্থিত ইন্ডি জোট প্রার্থী প্রদেশ কংগ্রস সভাপতি আশিসকুমার সাহার।
মেঘালয়ের দুই আসন যথাক্রমে শিলঙে এনপিপি প্রার্থী রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী আমপারিন লিংডোহ এবং তুরায় মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার বোন, তথা প্রয়াত পিএ সাংমা-কন্যা আগাথা কে সাংমা। অন্যদিকে কংগ্রেসের বর্তমান শিলঙের সাংসদ ভিনসেন্ট এইচ পালা টানা চতুর্থ মেয়াদে তাঁর সংসদীয় আসন ধরে রাখতে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন। তুরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী মুকুল সাংমা নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
মিজোরামের একমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর কে ভ্যানলালভেনা, জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)-এর রিচার্ড ভ্যানলালহমানগাইহা, ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি)-এর লালবিয়াকজামা, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ভানহল্লালমুয়াকা, মিজোরাম পিপলস কনফারেন্স (এমপিসি)-র রিতা মালসাউমি এবং নির্দলীয় লালহরিত্রেঙ্গা ছাংতে।
নাগাল্যান্ডে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র চুম্বেন মুরি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডি জোট)-এর প্রার্থী এস সুপোংমেরেন জামিরের ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল প্রথম দফার ভোটে।