কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণে দুষ্কৃতীরা আইনরক্ষকদের হাত বাঁধা আছে, এই আশ্বাস পেয়েছে। তাই গোটা ঘটনার এনআইএ তদন্ত চেয়েছেন তিনি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে হস্তক্ষেপের অনুরোধ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
এদিকে, বুধবার বিকেলে মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়ায়। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর-শক্তিপুর সীমান্ত এলাকায় নাকা চেকিং চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ। এলাকায় এখনও রয়েছে চাপা উত্তেজনা।